পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক

নভেম্বর ০৯ ২০২৩, ১২:১৮

পটুয়াখালী প্রতিনিধি ‍॥ পটুয়াখালী জেলার আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু দেশীয় অস্ত্র।

আটক হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন: বাচ্চু সরদার, মো.উজ্জল হোসেন, জুলহাস মাতব্বর (জুলফু ডাকাত), মো. নজরুল শেখ, আমিনুল, সুলাইমান ও সুমন । তাদের বাড়ি পটুয়াখালীর বিভিন্ন উপজেলায়।

বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, পটুয়াখালী জেলায় ডাকাতির উদ্দেশ্যে ঢাকা থেকে হানিফ পরিবহনে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য রওয়ানা দেয়। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করার জন্য যায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে মাদারীপুর জেলার রাজৈর থানার মহাসড়কে হানিফ পরিবহন থেকে আটক করে তাদের পটুয়াখালী নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও