পিরোজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আগস্ট ০৮ ২০২৩, ১২:০১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুররে ইন্দুরকানীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রিপন বেপারী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিপন বেপারী ওই গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, ওই দিন সন্ধ্যার দিকে রিপন বেপারী তাদের বাড়ির পাশের নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির
সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে রিপন বেপারী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নুর উদ্দিন জানান, ওই যুবককে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন সেন্টু জানান, ওই যুবক পেশায় একজন জেলে। ওই দিন স্থানীয় নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছলে বজ্রপাতে তার মৃত্যু হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও