বিষখালী নদীতীরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

মে ২৭ ২০২৩, ২০:১৪

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার বেতাগীতে বিষখালী নদী থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।

তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলাইবুনিয়া এলাকা থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বেতাগী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার বলাইবুনিয়া এলাকার বিষখালী নদীর তীরে অচেতন অবস্থায় এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিস্যক তাঁকে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর পরনে প্রিন্টের শাড়ী ছিল বলে পুলিশ জানায়।

বেতাগী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও