মার্কেটের ভেতরে আটকা ছেলে, বাইরে মায়ের আর্তনাদ

এপ্রিল ১৫ ২০২৩, ১১:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এদিকে আগুন লাগার খবর শুনে দোকানের মালিক-কর্মচারী ও তাদের স্বজনরা মার্কেটের সামনে জড়ো হচ্ছেন।

এ সময় মার্কেটের সামনের রাস্তায় এক মা অঝোরে কাঁদতে কাঁদতে বলছেন, আমার ছেলে সাব্বির মার্কেটের দোতলায় আটকা পড়ছে। তার সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু সে বের হতে পারছে না।

তিনি বার বার বলছিলেন, আমার ছেলেটাকে আপনারা বের করে দেন। আমার ছেলে না বাঁচলে আমি তো শেষ। এরপর তিনি ছেলেকে ফোনে বলেন, বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয়। মার্কেট এলাকায় এ মায়ের মতো অনেককে আহাজারি করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও