পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের উচ্ছাস ছুঁয়েছে বিদেশিদেরও

এপ্রিল ১৪ ২০২৩, ১৪:১৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়লো এক ভিনদেশির। তিনি ভাঙা ভাঙা বাংলায় বলছেন, শুভ নববর্ষ। কথা বলে জানা যায় তার নাম মার্সেল। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে সুদূর প্যারিস থেকে এদেশে এসেছেন তিনি।

মার্সেল বলেন, সবাইকে শুভ নববর্ষ। এখানে এসে বেশ ভালো লাগছে। ধন্যবাদ বাংলাদেশ। অনেক উপভোগ করছি সবকিছু। তবে বাইরের তাপমাত্রা একটু বেশি৷কেবল মার্সেল নন, তার মতো আরো বেশ কয়েকজন বিদেশিকে দেখা গেছে নববর্ষের উৎসব পালনে। বাংলা নববর্ষ উদযাপন করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা।

কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলা নববর্ষ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে অনেক আগেই তারা ইন্টারনেট ও গণমাধ্যম থেকে জেনেছেন। তবে এটি বেশি জনপ্রিয়তা পায় ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন রোমানিয়ান তরুনী মারিয়াও। নববর্ষে আমেজ ছুঁয়েছে তাকে। মাথায় টায়রা, আর গালে রঙিন কালিতে লেখা শুভ নববর্ষ।

মারিয়া বলেন, বাংলাদেশ উৎসবের দেশ। নববর্ষ এখানের অন্যতম রঙিন উৎসব। গত দুই বছর ধরে এ দিনটি উদযাপনের পরিকল্পনা করছি। অবশেষে আমি সফল। এখানে এসে বেশ ভালো লাগছে।

উচ্ছ্বাসের আভা দেখা যায় ড্যানিশ নাগরিক সেবাস্তিয়ানের মুখেও। তার হাতে ক্যামেরা, মাথায় নববর্ষের শুভেচ্ছা সম্বলিত গামছা বাঁধা। তিনি বলেন, বাঙালি নববর্ষের কথা শুনেছি কয়েকবছর আগে।

ইউটিউবে ভিডিও দেখেছি। এ রঙিন উৎসবে না এসে থাকতে পারিনি। এখানে এসে সবার সঙ্গে মিশছি, উপভোগ করছি। দারুণ দারুণ সব ছবি আমি ধারণ করছি ক্যামেরায়। এত কালারফুল! সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’ গানটি।

গত তিন দশক ধরে প্রতি বছরই পহেলা বৈশাখে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ২০১৬ সালের ৩০শে নভেম্বর ইউনেস্কো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও