দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে দুদকের টিম গঠন
এপ্রিল ১১ ২০২৩, ০০:৩৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ থেকে অর্থ পাচার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ কেনার বিষয় অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করছে দুদক।
সোমবার দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। গত ১৬ জানুয়ারি হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে দুদক এ সিদ্ধান্ত নেয়।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, মূলত ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন কোর্টের নজরে এনে অভিযুক্তদের পরিচয় জানতে গত ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে রিট আবেদন করেন।
তার আবদের দনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি করে সংশিষ্ঠ সংস্থাকে তদন্ত করতে নির্দেশ দেন।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৩০ দিনের মধ্যে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।
দুদকের অনুসন্ধানের বিষয়ে সংস্থাটির কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, মানিলন্ডারিংয়ে মাধ্যমে বিদেশে অর্থপাচার করার পর দুবাইয়ে গোল্ডেন ভিসার আওতায় প্রপার্টি ক্রয়ের বিষয়ে একটি অভিযোগ আসে। এই অভিযোগ পাওয়ার পর তা অনুসন্ধানের নেওয়ার জন্য আমরা চেষ্টা করি।
অভিযোগটি যেহেতু বড় ধরণের সেজন্য তিন সদ্যের একটি অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধানের প্রয়োজনে বিভিন্ন দপ্তরে চিঠি দেবে। তারা অনুসন্ধান কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়, ২০২০ সাল পর্যন্ত ৪৫৯ বাংলাদেশি দুবাইয়ে ৯৭২টি সম্পদ কিনেছেন।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তথ্য লুকিয়ে অর্থ পাচার করে ৪৫৯ বাংলাদেশি দুবাইয়ে বিপুল সম্পদ গড়েছেন, যার জন্য তাদের ব্যয় করতে হয়েছে আনুমানিক ৩১৫ মিলিয়ন ডলার।
যার মধ্যে অন্তত ১০০টি ভিলা, ৫টি ভবন রয়েছে। এসব সম্পদের বেশির ভাগই দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনায়। তবে প্রতিবেদনে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।









































