অপসাংবাদিকতার জন্য লাইসেন্স বাতিল হয়, শেখ হাসিনা তা করেননি: ওবায়দুল কাদের
এপ্রিল ০২ ২০২৩, ১৪:১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সম্প্রতি দেশের গণমাধ্যমে যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা বিশ্বের অন্য যেকোনো দেশে ঘটলে সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অপসাংবাদিকতার জন্য বিশ্বের অন্য দেশে লাইসেন্স বাতিল করা হয়, কিন্তু শেখ হাসিনা তা করেননি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর যেসব উন্নত দেশ বিবৃতি দিচ্ছে তাদের দেশে চাইল্ড এক্সপ্লয়েটেশন (child exploitation) এর ঘটনা ঘটলে গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতো।
তিনি বলেন, কিছু লোক বলে সাংবাদিকদের ভয় দেখাতে সরকার মামলা করেছে। অথচ মামলা কিংবা গ্রেপ্তার সরকার করেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি শিশু বাচ্চাকে নিয়ে যে ধরনের জঘন্য অপরাধ করা হয়েছে, সেটার জন্য শাস্তি পাওয়া উচিত। ভুলকে ক্ষমা করা যায়, অপরাধকে নয়।’
সাংবাদিকদের স্বাধীনতার জন্য আওয়ামী লীগই লড়াই করেছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, ‘যারা নিজেরাই সাংবাদিকতা করেছেন, তারা নিজেরাই সাংবাদিকের স্বাধীনতার জন্য মায়াকান্না করে। এদেশের অসংখ্য সাংবাদিক হত্যা করেছে বিএনপি।’
এ সময় সাংবাদিকদের ওয়েজবোর্ডসহ সব সুযোগ সুবিধা শেখ হাসিনা সরকার সৃষ্টি করেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি যেকোনো ধরনের সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এর আগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।









































