গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি মুক্তিযোদ্ধাদের

মার্চ ১৮ ২০২৩, ১৩:১৬

অনলাইন ডেস্ক :: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা কমিটি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা কমিটির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সেক্টর কমান্ডারস ফোরম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় কমিটির যুগ্ম ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ, সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলীমউদ্দিন, সদস্য অধ্যাপক শহিদুজ্জামান শহীদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধা এ এস এম রাজ্জাক।

এ সময় বক্তারা বলেন, এই জঘন্য গণহত্যার অপরাধটি এখনো বিশ্বজুড়ে সেভাবে স্বীকৃত হয়নি। স্বাধীনতার ৫২ বছর পর হলেও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং চিহিৃত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার অবিলম্বে শুরু করা ও পাঠ্য বইয়ে গণহত্যার ইতিহাস অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও