শ্রীপুরে মঙ্গলবার থেকে লালন স্মরণোৎসব

মার্চ ১৩ ২০২৩, ১১:১০

অনলাইন ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলা হবে। উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়ার সাধুর বাজারে এ মেলা হবে। স্থানীয় লালন গবেষক ফকির খালেক সাঁইর ছেলে খালিদ জামান প্রত্যয় বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) প্রথম দিনে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খানের সভাপতিত্বে স্মরণোৎসব ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদ।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি মোশাররফ হোসেন কায়েসের সঞ্চালনায় মেলা উদ্ভোধন করবেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

সাধুর বাজার স্থায়ী কমিটির সভাপতি ফকির রুহুল কুদ্দুছ জানান, তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলায় আলোচনা সভাগুলোতে আধ্যাত্মিক লালন সাধকেরা আলোচনায় অংশ নেবেন। স্মরণোৎসব ও মেলায় সংগীত পরিবশেন করবেন লালন শিল্পী শফি মন্ডল, রিংকু, ভারতের শংকর গোস্বামী, সাগর বাউল, নাজমুল হাসান প্রভাত, মাসুমা আক্তার সাথী, সোহেল ক্ষ্যাপা, ববিতা সা, শিমুল হাসান, শফিপুর লালন শিল্পীগোষ্ঠী, ঐক্যজিত সংগীত একাডেমির শিল্পীসহ দেশ বরেণ্য লালন শিল্পীরা। এ ছাড়া গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীন এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন উপস্থিত থাকবেন।

লালন স্মরণোৎসব ও মেলার আয়োজক কমিটির পক্ষে খালিদ জামান প্রত্যয় জানান, এবারের স্মরণোৎসব ও মেলায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৬ মার্চ স্মরণোৎসব ও মেলার সমাপ্তি হবে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও