গুলিস্তানে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু
মার্চ ০৯ ২০২৩, ০০:৫৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ড মেইল এইচডিইউতে ৯৮ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এর আগে, বিকেল ৫টার দিকে ভবনটি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আ/ মাহাদী









































