শান্তিতে আছে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

মার্চ ০৬ ২০২৩, ১৬:২৪

অনলাইন ডেস্ক :: পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না। শান্তিতে আছে পদ্মা সেতু।

সচিবালয়ের সভাকক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়া নিয়ে কোনো ভাবনা সরকারের নেই।

গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এ সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে পদ্মা সেতুতে।

ওই দিন রাতেই বাইক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। এর পর ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সেতু বিভাগ।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও