‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ’

ফেব্রুয়ারি ১৫ ২০২৩, ১৯:১৫

অনলাইন ডেস্ক :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছেন আজকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সেলাই মেশিন, হুইল চেয়ার, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দিয়ে আসছেন। তিনি যে দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, আগামীতেও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কোনো অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

পরে স্পিকার উপজেলার মদনখালী ইউনিয়নবাসীর মধ্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও