নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
জানুয়ারি ২৪ ২০২৩, ১৫:১০
অনলাইন ডেস্ক :: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান এই তফসিল ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার একটি আদেশ উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। এতে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি বাছাই এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অম্যুল রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তফিজুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমার বরিশাল/আরএইচ








































