রূপসা এক্সপ্রেসকে মিতালীর ইঞ্জিনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন

জানুয়ারি ১৮ ২০২৩, ১৬:২০

অনলাইন ডেস্ক :: পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের অধীনে ঈশ্বরদী-চিলাহাটি রেলরুটে খুলনাগামী রূপসা এক্সপ্রেসের সঙ্গে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কার ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ঈশ্বরদী-চিলাহাটি রেলরুটের চিলাহাটি স্টেশনে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম এবং সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, এম, এম রাজিব বিল্লাহ।

বীরবল মণ্ডল জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী-চিলাহাটি রেলরুটের চিলাহাটি স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে। নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলস্টেশনে খুলনাগামী খুলনাগামী রূপসা এক্সপ্রেসের সঙ্গে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কার ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত কমিটি রওয়ানা হয়েছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও