১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

জানুয়ারি ১৬ ২০২৩, ২৩:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন এখন বিএনপির আমলের ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের আমল চলে গেছে।

১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে। আজিজ মার্কা নির্বাচন কমিশন নেই। আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। ভোট ও ভাতের অধিকারের জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সব সময় সংগ্রাম করেছে।

স্বচ্ছ ও সুন্দর নির্বাচন যাতে হয়, সে জন্য আওয়ামী লীগ ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছে, স্বচ্ছ ব্যালট বাক্স উপহার দিয়েছে। বিশেষ করে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে।

এখন বিএনপির আমলের ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের আমল চলে গেছে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে। আজিজ মার্কা নির্বাচন কমিশন নেই। এ জন্য বোধ হয় তাদের (বিএনপি) অন্তরে এত জ্বালা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের শক্তি জনগণ। আমাদের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। তাই আমাদের এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। সেই লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতি, পাবলিক কূটনীতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নীতি চালু করেছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও