জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার সাবেক সেই পিপি কারাগারে

নভেম্বর ১১ ২০২৪, ১৯:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করে। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানির দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহতের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও