কুয়াকাটার প্রথম পাঁচ তারকা হোটেল ‘কৃষিবিদ সি প্যালেস’র জমকালো ওপেনিং

সেপ্টেম্বর ১৫ ২০২৪, ১১:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর উদ্যোগে এবং কাতারের রিতাজ হোটেল এন্ড হসপিটালিটি ফাইভ-স্টার চেইনের পরিচালনায় কুয়াকাটার প্রথম পাঁচ তারকা হোটেল ‘কৃষিবিদ সি প্যালেস’এর উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের মাননীয় রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও কাতারের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, কুয়াকাটায় এই ধরনের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে।

কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল উদ্বোধনী ভাষণে বলেন, কৃষিবিদ সি প্যালেস কুয়াকাটার পর্যটন খাতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করছি, এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। এছাড়াও কৃষিবিদ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও