সাবেক প্রধানমন্ত্রীর দুঃশাসনের বিরুদ্ধে পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ

আগস্ট ২১ ২০২৪, ২১:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের দুঃশাসনের বিরুদ্ধে পটুয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের মহিলা কলেজের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পটুয়াখালী লঞ্চঘাটের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও থানা যুবদলের আহ্বায়ক মো. রিমু। নেতারা বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার নির্দেশে তার দোসররা খুন-ঘুম-হত্যা-ধর্ষণ-নির্যাতন ও শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা, দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী ৫৭ অফিসারকে গুলি করে হত্যা, ছাত্র জনতার ওপর হাসিনার হায়েনা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা ও ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যা করা হয়। এসবের বিচারের দাবিতে পটুয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন- রুহুল আমিন আক্রাম সহ-সভাপতি, জহিরুল ইসলাম শামীম যুগ্ম সাধারণ সম্পাদক, আতিকুল ইসলাম সুজন যুগ্ন সাধারণ সম্পাদক, সাইফুল মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক, কুদ্দস মিয়া সদস্য, আবু সাহিনসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও