পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে নাইওর উৎসব পালিত
জুন ১৯ ২০২৪, ১৭:১২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হচ্ছে নাইওর উৎসব। বুধবার (১৯ জুন) সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে দখিনের কবিয়াল আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। দিনব্যাপী উৎসবে নাচ, গান, কবিতা আবৃত্তি, হাসি, ঠাট্টা, গল্প ও খাওয়া দাওয়া উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান মধুমাসে মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসলে প্রতিটি বাড়িতে দেখা যেত উৎসবের আমেজ। কালের বিবর্তনে এই উৎসব হারিয়ে যেতে বসেছ। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে পটুয়েক বছর ধরে নাইওর উৎসব আয়োজন করা হচ্ছে।









































