রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
জুন ০২ ২০২৪, ১২:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্কুলের অফিস রুমে নিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলাটি করেন।
গত বৃহস্পতিবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ ওরফে জাকির সরদারকে বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মামলার পর থেকেই জাকির পলাতক।
মামলার এজাহারে ভুক্তভোগী পরিবার উল্লেখ করেছে, প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।









































