বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা!

মে ০৪ ২০২৪, ১২:৩০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা করায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ। শুক্রবার ওই প্রার্থীকে শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ঘোড়া মার্কার প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার প্রচুরসংখ্যক কর্মী-সমর্থক ও দুইটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন। যা বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ। প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। নোটিশে এ অপরাধে কেন তার প্রার্থিতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবে না তার ব্যাখ্যা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদারের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। আগামী ২১ মে ২য় ধাপে অনুষ্ঠিত হবে বাউফল উপজেলা পরিষদ নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও