সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির আসলাম নিহত

জানুয়ারি ১৬ ২০২৪, ১১:১৫

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আহত ঝালকাঠির আসলাম হাওলাদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার (১৩ জানুয়ারি) রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাওয়ার পথে মদিনার তড়িক হিজরি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল তিনটায় কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আসলাম হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের মদিনায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য ৯ মাস আগে ঝালকাঠি থেকে চলে যান আসলাম হাওলাদার।

এর আগে তিনি ওই কোম্পানিতে ৫ বছর চাকরি করে দেশে এসে বিয়ে করেন। তাঁর তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। মদিনার তড়িক হিজরি এলাকায় আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয় সে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আইসিউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় তাঁর মৃত্যু হয়। আব্দুল খালেক হাওলাদার ছেলের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও