বাউফলে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নভেম্বর ২২ ২০২৩, ১৮:৫১

বাউফল  প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডাঃ সানজিদা ইসলাম জেসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, ডা: মিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহবুবা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার,সাবুপুরা মা ও শিশু কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা সালমা ইয়াসমিন,বগা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক মিলন প্রমুখ। সভায় সংশ্লিষ্ট দপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যান সহকারী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকাগন উপস্থিত ছিলেন। আয়োজিত সভায় সেবা প্রদান, কর্মপরিকল্পনা, মূল্যায়ন প্রতিবেদন বিষয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও