মঠবাড়িয়ায় ১২১জন রোগী পেল ৬০ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক

সেপ্টেম্বর ১৮ ২০২৩, ১৯:১৫

মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তার ৬০ লক্ষ ৫০ হাজার টাকার চেক পেল ১২১ জন রোগী। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকতা মোঃ সফিকুর রহমানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ও হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ রুস্তুম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজ সেবা কর্তৃক পরিচালিত ক্যানসার ,কিডনি, লিভার সিরোসিস,স্টোকপ্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যলাসেমিয়ায় আক্রান্ত ১’শ ২১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৬০ লক্ষ ৫০ হাজার হাজার টাকার আর্থিক সহায়তার চেক হাতে তুলে দেন।

এ সময় যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক খান মজনু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডাঃ ফেরদৌস ইসলাম, গনমাধ্যমকর্মী,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সংসদ সদস্য ও হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী অতি সম্প্রতি সমাজ কল্যান মন্ত্রনালয় ডিও লেটার দিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ২’শ রোগীদের অনুকূলে আর্থিক সহায়তার জন্য এক কোটি টাকা বরাদ্দ করান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও