মঠবাড়িয়ায় ১’শ ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগস্ট ২২ ২০২৩, ২০:৫০

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১’শ পিস ইয়াবাসহ সুমন মৃধা (২৮) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ আগস্ট) বিকেলে সুমন মৃধাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মৃধা উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড় শিংগা গ্রামের মোঃ কালাম মৃধার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা গ্রামের নূরিয়া ফাজিল মাদ্রাসার সামনে ৩ রাস্তার মোড়প মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা উপ-পরিদর্শক (এস আই) আব্দুল কুদ্দস সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালনোর সময় ধাওয়া করে সুমন মৃধাকে আটক করে তার দেহ তল্লাসী করে ১’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, চলমান মাদক উদ্ধার অভিযান পরিচালনার অংশ হিসেবে সুমন মৃধাকে ১’শ ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উপ- পরিদর্শক( এস আই) আব্দুল কুদ্দস বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

সুমন মৃধা একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। মঙ্গলাবার (২২ আগষ্ট) সকালে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও