পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

আগস্ট ১৬ ২০২৩, ১৮:৫১

পিরোজপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা সাধারণ সম্পাদক সুমন শিকদার, সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ, সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপুসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মামুন মহল্লী। পরে শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করে পিরোজপুরর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও