বাংলাদেশের মানুষের প্রতি আলাদা টান সৌরভ গাঙ্গুলীর

ফেব্রুয়ারি ২৩ ২০২৩, ২১:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘বাংলাদেশে আমি যতবার আসি, আমার অসাধারণ লাগে।

এত মানুষের ভালোবাসা… ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা। এসব দেখে আমি সত্যিই আপ্লুত হই। এদেশের মানুষের টানেই বারবার বাংলাদেশে আসি।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি।

‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত সৌরভ আরও বলেন, ‘একটা কথা আমি বলি, যতবারই এখানে আসি, এত মানুষের ভালোবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা’

ডিএনসিসি আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে আয়োজিত মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মাদকমুক্ত দেশ গড়তে ও ভবিষ্যৎ প্রজন্মকে এ সম্পর্কে বার্তা দেওয়ার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটাগরিতে উক্ত সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও