জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এজিএম শুক্রবার
জানুয়ারি ৩১ ২০২৩, ১৩:২১
অনলাইন ডেস্ক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও মিলনমেলা-২০২৩ আগামী শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুরে অবস্থিত অ্যামাজিং রিসোর্টে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংগঠনের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, ১৯৮৭ সালে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গত বছর জাবির সবচেয়ে পুরাতন এই বিভাগ তাদের ৫০ বছর পূর্তি উদযাপনের মাধ্যমে অ্যালামনাইদের আরও সুসংগঠিত করতে সক্ষম হয়েছে।
নবীন শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিষয়কে আরও বেশি যুগোপযোগী করতে বিভিন্ন সেমিনারের আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, প্রবীণ-নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মানবকল্যাণ ও সেবাধর্মী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আশা করা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক এই এজিএম অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আরও পুনরুজ্জীবিত হবে এবং অ্যালামনাইদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আমার বরিশাল/আরএইচ









































