দুই বাইকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জানুয়ারি ২৩ ২০২৩, ১৪:১৯

অনলাইন ডেস্ক :: রাজধানীর মিরপুর পল্লবীতে দুই বাইকের সংঘর্ষে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২২ জানুয়ারি) দিনগত রাতে বাইকারটেক এলাকার বাসিন্দা খোকন বাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি পল্লবীর সিরামিক রোড এলাকায় পৌঁছালে তার পরিচিত অপর এক ব্যক্তির বাইকের সঙ্গে খোকনের বাইকের সংঘর্ষ হয়। এতে খোকন মারা যান। তিনি ইট-বালুর ব্যবসায়ী করতেন। এ ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। আহতরা আগারগাঁওয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি পারভেজ।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও