খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, কাতার পাঠাতে প্রস্তুত

ডিসেম্বর ০৪ ২০২৫, ১৬:৫২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েক দিনে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। তিনি বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে স্থিতিশীল আছেন বলে জানিয়েছে দলটি। একইসঙ্গে প্রয়োজনে তাঁকে বিদেশে নিতে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তুতিও রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

দলটির মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকজন নেতাও জানিয়েছেন, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে কাতার প্রস্তুত রয়েছে। প্রয়োজন দেখা দিলে তাঁকে নিতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হবে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। চিকিৎসা শেষে এবছরের ৬ মে একই ধরনের বিমানে দেশে ফেরেন তিনি।

চলতি বছরের ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও