২০ পর্যটক নিয়ে বরিশাল গেল স্টিমার মাহসুদ
নভেম্বর ২৯ ২০২৫, ০৫:২১
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ কয়েক বছরের বিরতির পর প্রথম যাত্রায় ২০ জন পর্যটক নিয়ে বরিশালের ত্রিশ গোডাউন জেটিতে নোঙর করেছে ঐতিহ্যবাহী শতবর্ষী স্টিমার পিএস মাহসুদ। গতকাল সকাল সাড়ে ৮টায় স্টিমারটি ঢাকার সদরঘাট থেকে ৪১ জন পর্যটক নিয়ে ছেড়ে আসে। মাঝে চাঁদপুর ঘাটে নেমে গেছেন ২১ জন।
আজ সকালে স্টিমারটি বরিশাল থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন। তিনি জানান, প্রথম দিনে ৪১ যাত্রীর সবাই প্রথম শ্রেণির ছিলেন। বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য ৯টি প্রথম শ্রেণির কেবিন বুকিং দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় এসে স্টিমারটি ঘাটে পৌঁছেছে। যাত্রীদের অভ্যর্থনা জানাতে ঘাটে এসেছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
মাঝে চাঁদপুরে ঘাট দেবে। বরিশালে স্টিমার ভেড়ার ঘাট এখনো তৈরি হয়নি। বরিশাল নৌবন্দরে ভেড়ানোর মতো জায়গা নেই। বরিশাল মহানগরের ত্রিশ গোডাউন এলাকায় একটি পন্টুন রয়েছে সেখানে স্টিমারটি ভেড়ানো হবে। স্টিমারের ঘাট তৈরি না হওয়া পর্যন্ত ওই ঘাটে ভিড়বে এবং ওইখান থেকে ছেড়ে ঢাকা যাবে।









































