মৎস্য অফিসে আনসারের সামনে জাটকা ‘হরিলুট’

নভেম্বর ০৮ ২০২৫, ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে জব্দ করা জাটকা নিয়ে ঘটে গেছে চরম বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা। গতকাল শুক্রবার রাতে শত শত মানুষ অফিস প্রাঙ্গণে ঢুকে জব্দ করা জাটকা লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে দায়িত্বরত চার আনসার সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্যালয়ে জব্দ করা জাটকা বিতরণের সময় মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে কার্টন সরিয়ে রেখে অল্প কিছু মাছ বিতরণের অভিযোগ ওঠে। এ নিয়ে সেখানে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা এক ঘণ্টারও বেশি সময় ধরে জাটকা লুটে মেতে ওঠে।

গতকাল রাত ৯টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের গ্যারেজের পাশে মৎস্য অধিদপ্তরের কয়েকজন কর্মচারী তিনটি জাটকাভর্তি কার্টন রাখছেন। এর কিছুক্ষণ পরই উত্তেজিত জনতা একটি কার্টনভর্তি মাছ ছিনিয়ে নেয়।

লুটের সময় নারী-পুরুষের ভিড়ে এলাকা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক নারী অভিযোগ করেন, কর্মকর্তারা প্রতারণা করেছেন। তাঁদের ভাষায়, ‘স্যাররা পেছনে কার্টন ভর্তি করে রেখেছে, সামান্য কিছু মাছ সামনে রেখে গেট খুলে দিয়েছে।’

প্রত‌্যক্ষদশীরা বলেন, ‘কয়েকটি মাদরাসার লোকজনকে বস্তা ভরে জাটকা দিয়েছে, কিন্তু গরিবেরা দাঁড়িয়ে থেকেও কিছু পায়নি।

’ ইদ্রিস হাওলাদার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মাছ ছিল ১০ থেকে ১২ কার্টন। কিন্তু এক কার্টনের মাছ বিতরণের সময় গেট খুলে দিলে হরিলুট শুরু হয়। আনসাররা চেষ্টার পরও থামাতে পারেননি।’
এ বিষয়ে জানতে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালকের দা‌য়ি‌ত্বে থাকা মো. কামরুল হাসানকে ফোন করা হলেও তিনি তাতে সাড়া দেননি।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি অভিযান পরিচালনা করতে নিষেধ করেছিলাম।

তার পরও সহকারী মৎস্য কর্মকর্তা আবুল হাসানের নেতৃত্বে অফিসের সামনেই অভিযান চালিয়ে কিছু মাছ উদ্ধার করা হয়।’ তবে কী পরিমাণ মাছ উদ্ধার হয়েছিল, তা জানাতে পারেননি তিনি।
রিপন কান্তি আরো বলেন, ‘দুস্থদের মধ্যে বিতরণের সময় কিছু মাছ লুট হয়েছে। সেখানে চারজন আনসার দায়িত্বে ছিলেন।’ তবে কর্মচারীদের বিরুদ্ধে মাছ সরিয়ে রাখার অভিযোগ তিনি অস্বীকার করেন। বলেন, ‘যারা এসব বলছেন, তারা গুজব ছড়াচ্ছেন। আমার স্টাফদের জাটকা নেওয়ার কোনো সুযোগ নেই।’

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও