এনসিপিকে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি

নভেম্বর ০৫ ২০২৫, ১২:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বেশ কয়েকটি দলের প্রার্থীর নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, বাকি ৬৩টি আসন জোটভুক্ত দল ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে।

এর মধ্যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ৯ থেকে ১০টি আসন ছাড়ার বিষয়ে বিএনপি নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানা গেছে।

বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, খালি রাখা সব আসনই জোটের জন্য নয়; কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় তা এখনো অনির্ধারিত।

তবে শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টনে ‘সর্বোচ্চ রাজনৈতিক মূল্যায়ন’ করা হবে বলে আশ্বাস দিয়েছেন নেতারা।

এদিকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, এবার বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা ধানের শীষ প্রতীকে নয়, নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন।

এতে শরিকদের মধ্যে যাদের নিজস্ব সংগঠন বা ভোটব্যাংক দুর্বল, তাদের নির্বাচনী লড়াই কঠিন হয়ে পড়বে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফলে অমীমাংসিত আসনগুলোয় বিএনপির অন্য প্রার্থীদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিএনপির সূত্রে জানা যায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ৫০টির বেশি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুক্ত ছিল। এসব দলের প্রার্থীদের এলাকা ও জনপ্রিয়তা যাচাইয়ের পর প্রায় ২৫ থেকে ৩০টি আসন ছাড়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি এনসিপি-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট হলে দলটির জন্য অতিরিক্ত ১০টি আসন ছাড়ার পরিকল্পনাও রয়েছে।

৬৩টি আসন খালি রাখার কারণ ব্যাখ্যা করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঘোষিত তালিকায় ৬৩টি আসন এখনো খালি আছে। সব আসন যে শরিকদের জন্য রাখা হয়েছে, তা নয়। কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত হয়নি। শিগগিরই এসব আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শরিক দলগুলোর জন্য আসন বণ্টন প্রসঙ্গে তিনি আরও বলেন, যারা আন্দোলনে আমাদের পাশে ছিল, তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কে কোন আসনে নির্বাচন করবেন, তা নিয়ে আলোচনা চলছে। দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।” এনসিপির সঙ্গে জোট হলে প্রায় ১০টি আসন ছাড়তে পারে বিএনপি।

এনসিপি সূত্রে জানা গেছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণের হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, তাসনিম জারা ঢাকা-৯, সারোয়ার তুষার নরসিংদী-২, হান্নান মাসউদ নোয়াখালী-৬, আদিবুল ইসলাম আদীব ঢাকা-১৪ থেকে নির্বাচন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও