প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ বেছে নিল এনসিপি
নভেম্বর ০২ ২০২৫, ১৯:০৭
রবিবার (২ নভেম্বর) নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়া বলেন, আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি- এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে। তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না। তবে বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের চিন্তা করবে এনসিপি।
নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।









































