স্থিতিশীল গরু-খাসির বাজার,কমেছে মুরগির দাম

অক্টোবর ৩১ ২০২৫, ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন আসেনি।

শনিবার রাজধানীর নিউমের্কেট বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়; আগের সপ্তাহে যা ছিল ৩১০ টাকা।

পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩২০ টাকা। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬০০ টাকা।

ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মুরগির দাম কিছুটা কমেছে। বিক্রেতা ফরিদ বলেন, “এ সপ্তাহে মুরগির দাম কমেছে, সাপ্লাই ভালো ছিল।”

তবে ভোক্তাদের দুশ্চিন্তা এখনো কাটেনি। বাজারের ক্রেতা মোস্তফা জামান বলেন, “অন্যান্য মুরগির দাম কমলেও শেষ পর্যন্ত ব্রয়লারের ওপরই ভরসা রাখতে হয়। দাম কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এখনো সক্ষমতার মধ্যে পুরোপুরি আসেনি।”

ক্রেতা মোস্তফা বলেন, “মাসের শেষে বাজেট টানাটানি থাকে, তাই ব্রয়লার ছাড়া উপায় নেই। বাকি মুরগির দাম কমলেও তা নাগালের মধ্যে আসেনি।”

এদিকে মুরগির দাম কিছুটা কমলেও গরু ও খাসির মাংসের বাজারে পরিবর্তন আসেনি। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় এবং খাসির মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের সঙ্গে সমান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও