এ যেন দেখার কেউ নেই

বরিশালে মহাসড়ক ঘেঁষে দেয়াল নির্মান

সেপ্টেম্বর ২১ ২০২৫, ১৬:৫০

ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর পোস্ট অফিস থেকে গড়িয়ারপাড় রেইন্টিতলা পর্যন্ত সড়কের দুই পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেই কোন উদ্যোগ। যেকারণে বেপরোয়া হয়ে ওঠা অবৈধ দখলদাররা মহাসড়ক ঘেঁষে এখন নির্মান করেছেন দেয়াল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করেন, সম্প্রতি সময়ে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে সেখানে শুধু নিদিষ্ট কয়েকটিস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অথচ এ উচ্ছেদ অভিযান পরিচালনার কথাছিলো সড়ক ও জনপথ বিভাগের। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের কতিপয় ব্যক্তির রহস্যজনক ভূমিকার কারণে দীর্ঘদিন থেকে সড়ক ও জনপথ বিভাগ থেকে কোন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। যেকারণে অবৈধ দখলদাররা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কাশিপুর চৌমাথা বাজার সংলগ্ন জননী অক্সিজেন সপ কর্তৃপক্ষ দখল করতে করতে এখন মহাসড়ক ঘেষে তাদের নিরাপত্তা দেয়াল নির্মান করেছে। এ রুটে প্রতিনিয়ত চলাচল করা একাধিক মোটরসাইকেল চালকরা অভিযোগ করে বলেন, জননী অক্সিজেন সপের এ স্থান দিয়ে চলাচল গিয়ে বড় গাড়ির চাঁপে প্রায়ই তাদের চরম সমস্যায় পরতে হচ্ছে। কারণ ওই অংশে জননী অক্সিজেন সপের নিরাপত্তা দেয়াল প্রায় মহাসড়ক ঘেষে নির্মান করায় ফুটপাতে কোন জায়গা না থাকায় এ সমস্যায় পরতে হয়। বিষয়টি যেন দেখার কেউ নেই।

একাধিক পরিবহন চালকরা অভিযোগ করে বলেন-আমাদের মাথায় কোন কাজ করছেনা, একটি প্রতিষ্ঠান কিভাবে এভাবে মহাসড়ক ঘেষে তাদের নিরাপত্তা দেয়াল নির্মান করতে পারে। আর এ বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা কিভাবে মেনে নিয়েছে। তারা আরও বলেন-এমনিতেই সবসময় মহাসড়কে ছোট-বড় যানবাহনের প্রচুর চাঁপ থাকে। তার ওপর মহাসড়ক ঘেঁষে জননী অক্সিজেন সপের নির্মান করা দেয়ালের ওই অংশদিয়ে যাতায়াত করতে প্রায়ই চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি যানজট লেগেই রয়েছে।

পরিবহন চালকরা আরও বলেন, শুধু জননী অক্সিজেন সপ-ই নয় জরুরি ভিত্তিতে মহাসড়কের বরিশাল নগরীর কাশিপুর পোস্ট অফিস থেকে গড়িয়ারপাড় রেইন্টিতলা পর্যন্ত দুই পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি হয়ে পরেছে। এজন্য তারা সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কয়েকজন স্বত্বাধিকারী বলেন-স্থাপনা নির্মানে আমাদের বৈধ কাগজপত্র রয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন-জনবল সংকটের কারণে অনেক এলাকার অবৈধস্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। বর্তমানে সড়ক সংস্কারের কাজ চলছে। এ কাজ শেষে হলেই অবৈধস্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে।

আরিফ হোসেন
বরিশাল
০১৭৭৬২১১০৫১
২১-৯-২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও