গাজার স্কুল, হাসপাতাল, ক্যাফে ও ত্রাণকেন্দ্রে হামলায় নিহত ৯৫

জুলাই ০১ ২০২৫, ১১:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (৩০ জুন) সকালে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার একটি ক্যাফে, স্কুল ও ত্রাণ বিতরণকেন্দ্রসহ একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে। বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। শুক্রবারের হামলায় অন্তত শতাধিক ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সোমবার পশ্চিম গাজার আল-বাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশু ও সাংবাদিকসহ অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত মানুষের ওপর চালানো হামলায় অন্তত ১৫ জন নিহত হন এবং ৫০ জন আহত হন।

এ ছাড়া সোমবার গাজা শহরের ইয়াফা স্কুলে আশ্রয় নেওয়া কয়েকশ বাস্তুচ্যুতদের শরণার্থী শিবির এবং দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতাল চত্বরেও স্বল্প নোটিশে হামলা চালায় দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শুধু গত ২৪ ঘণ্টায় আরও শতাধিক মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন আরও তিন শতাধিক। বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে যেগুলোর কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

গাজার মিডিয়া অফিস আগেই জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

এদিকে দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুই মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের নির্বিচার আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও