বরগুনায় ‘ডাক্তার সেজে’ প্রতারণা, জরিমানা ৪ লাখ

জুন ২৮ ২০২৫, ২২:১৭

বরগুনা প্রতিনিধি: বরগুনার ফার্মেসি পট্টি এলাকায় অভিযান চালিয়ে চার ভুয়া চিকিৎসককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া ‘ডাক্তার’ পরিচয়ে চেম্বার খুলে চিকিৎসা দেওয়ার অভিযোগে শনিবার (২৮ জুন) বিকেলে এ অভিযান চালানো হয়।

ডিবি সূত্র জানায়, ভুয়া চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর নেতৃত্বে অভিযানে আটক হন—জাহাঙ্গীর হোসেন, ইদ্রিস মিয়া, বিধান রঞ্জন রায় ও জহিরুল ইসলাম সৌরভ।

জাহাঙ্গীর, ইদ্রিস ও বিধান দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে দোষ অস্বীকার করায় জহিরুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া সন্দেহভাজন আরও ৩ জনকে আটক করা হলেও প্রমাণ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়।

বরগুনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, ‘বিএমডিসির অনুমোদন ছাড়া চিকিৎসা দেওয়া অপরাধ। অভিযুক্তদের কেউ আর চেম্বার খুলে চিকিৎসা দিতে পারবে না।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও