পিরোজপুরে মাদক কারবারিতে বাধা, যুবককে কুপিয়ে জখম

মে ১১ ২০২৫, ১১:৫৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে মারুফ নামে এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারিতে বাধা দেওয়ায় আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকার গাজী এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত আব্দুল্লাহ আল নোমান পিরোজপুর সদর উপজেলার সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। ‎অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আহত নোমান গাজীর ভাই এমরান গাজী বলেন, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক কারবারির অভিযোগে নোমানসহ স্থানীয়রা মারুফ ওরফে কসাই মারুফকে বাধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েজেনকে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে মারুফ এসে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বাগত রায় বলেন, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটেও আঘাত রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও