পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত

মে ১১ ২০২৫, ১১:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলার আঘাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ নিহত হয়েছেন। এ সময় পাকিস্তানের হামলায় আরও ৭ বিএসএফ জাওয়ান আহত হয়েছে বলে জানা গেছে। বিএসএফের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, শনিবার (১০ মে) ভারতের জম্মুতে সীমান্তের কাছে আর এস পুরা সেক্টরে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ওই বিএসএফ কর্মকর্তা জানান, সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। পাকিস্তানের গোলায় আহত বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ জাওয়ান ইমতিয়াজ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে নাকি পরে মারা গেছেন সেটি স্পষ্ট করে জানায়নি বিএসএফ। কয়েকদিনের হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও