মেহেন্দিগঞ্জে দুই ছাত্রদল নেতাকে মারধর!
এপ্রিল ০৫ ২০২৫, ০০:০৭

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রিপন হোসেন ও সিয়াম হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩এপ্রিল) সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে এঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পুর্বরাজাপুর গ্রামের বাসিন্দা।
আহতদের অভিযোগ তাদেরকে মারধর করেছে কথিত আওয়ামীলীগ নেতা রিয়াজ সরদার মিরাজ সরদার, জামাল সরদার, কামাল সরদারসহ আরো অনেকে।
আহতরা বলেন ঘটনার দিন বিকালে আহতরা কয়েক বন্ধুসহ কালীগঞ্জ বাজারে ঘুরতে যান। ঘুরাফেরা শেষ করে ফেরার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রিয়াজ সরদারকে বলাম যাবে কিনা। উত্তরে রিয়াজ সরদার বলেন, আমি বিএনপির লোক গাড়িতে বহন করি না। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলাবস্থায় অন্যারা এসে এলোপাতাড়ি লাতি ও মারধর করেন। তাদের হামলায় আমরা আহত হই। বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতরা।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ পেলে বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।