বরগুনায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ডিসেম্বর ০৭ ২০২৪, ২০:৫২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধানক্ষেত দেখতে যায় আব্দুর রহমান।

এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধানক্ষেতে মৃত ভাইকে দেখতে পেয়ে স্বজনদের জানায়।

পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সাপের দংশনে মারা গেছে আব্দুর রহমান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমরান আলম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও