মহিপুরে ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার

ডিসেম্বর ০৭ ২০২৪, ১৬:৩৯

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮)। এদের সকলের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনাকালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় মাদককারবারের মূল হোতা মশিউর রহমান জানালা দিয়ে পালিয়ে যায়। এরা সকলে মাদক মামলার আসামী। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা সবাই একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের আদালতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও