মহিপুরে ইউনিয়ন শ্রমিকদল সভাপতিকে বহিষ্কার

নভেম্বর ২১ ২০২৪, ১৫:৩৮

কুয়াকাটা প্রতিনিধি।। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র ও সাধারণ সম্পাদক মাসুম ফরাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, দলের ভাবমূর্তি ও শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। দলের সুনাম নষ্ট করলে কেউ ছাড় পাবে না। ব্যাপারে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি।

এ বিষয়ে লতচাপলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছি আমরা।

মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সে দলের যত বড় নেতাই হোক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও