দিওয়ালি পার্টির পর দিশাকে নিয়ে কেন হাসাহাসি!

অক্টোবর ২৮ ২০২২, ১৮:১২

বিনোদন ডেস্ক ‍॥ সোনার সুতোয় নকশা তোলা উজ্জ্বল লালচে-গোলাপি লেহঙ্গা। সঙ্গে হল্টারনেক ব্লাউজ। হাতে সোনালি ক্লাচ ব্যাগ। একতা কপুরের দিওয়ালি পার্টিতে ঝলমল করছিলেন দিশা পাটানি।

তবে নিন্দকদের চোখ গেল অন্যত্র। গভীর বক্ষ বিভাজিকা নিয়ে কিছুক্ষণ সমালোচনার পর, তারা চলে গেলেন অভিনেত্রীর নাকে। নাকে অস্ত্রোপচার করিয়েছেন কি সদ্য? তা নিয়েই শুরু হলো জল্পনা।

নেট দুনিয়ায় ৫ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে দিশার। অনুরাগীর সংখ্যাই বেশি তার মধ্যে। তবে নিন্দকও কম নয়। পার্টিতে দিশার ছবি দেখে কেউ কেউ মন্তব্য করলেন, আগে অভিনয়টা শিখুন বোন।

কেউ আবার বললেন, মুখে কিছু করিয়েছেন নাকি আবার? অন্য রকম লাগছে না? নাকি আমার চোখের ভুল?

তাকে সমর্থন করে আর এক জন লিখলেন, নাকে ফিলার দিয়েছেন, ঠিকই!  তখন এক জনের মন্তব্য, এদিক নেই, ওদিক আছে, সব ছবিই তো ফ্লপ! এই নিয়ে হাসাহাসি চলতেই থাকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও