চরফ্যাশন দুই ইউপি নির্বাচনে ১১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নভেম্বর ০৭ ২০২২, ১৭:২৩

জিল্লুর রহমান তুহিন, চরফ্যাশন ‍॥ ভোলার চরফ্যাশন উপজেলাধীন আছলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৮২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ রবিবার (৬ নভেম্বর) পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এসকল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আছলামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী মো: নুরে আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামিলীগ নেতা আলহাজ্ব কর্পোরাল (অব:) আবুল কাশেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ ইদ্রিস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৭ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪,৫,৬, নং ওয়ার্ডে ৫ জন, ৭,৮,৯ নং ওয়ার্ডে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ওমরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী মো: রিয়াজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামিলীগ নেতা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গোলাম মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী জাফর উল্লাহ খাঁন ও মো: পারভেজ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৬ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন, ৯নং ওয়ার্ডে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫,৬, নং ওয়ার্ডে ৩ জন, ৭,৮,৯ নং ওয়ার্ডে ৬ জন মনোনয়নপত্র দাখিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আছলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাই ৭ নভেম্বর,
প্রত্যাহারের শেষ সময় ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৫ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  

এক্সক্লুসিভ আরও