ভাণ্ডারিয়ায় মায়ের লাশ বাড়িতে শোকার্ত শারমীন পরীক্ষা কেন্দ্রে
নভেম্বর ০৬ ২০২২, ১৬:১৪
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার এইচসি পরীক্ষার্থী শারমীন আক্তার এর মা শিউলী বেগম শনিবার দিনগত গভীর রাতে হঠাৎ মারা যান। এমন অবস্থায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে আজ রবিবার পরীক্ষা কেন্দ্রে বসেছেন ।
শোকার্ত শারমী ভাণ্ডারিয়ার মাজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচইচসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে বসলে পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। সে ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।
পরীক্ষার্থী শারমীন এর চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা শিউলী বেগম দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিল। শনিবার দিনগত রাত দ্ইুটায় ঢাকা প্রাইম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
পরিবারের স্বজনরা আজ রবিবার সকালে মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। একদিকে পরিবারে স্বজনহারা শোকের মাতম আর অন্য দিকে শোকার্ত শারমীন পরীক্ষায় অংশ নিচ্ছে। বড় বেদনাদায়ক ।
ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আসলেই হৃদয়বিদারক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় শোকার্ত শারমীন সে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্রের সকলেই মর্মাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।