মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

মার্চ ১৩ ২০২৩, ১০:৩৯

অনলাইন ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় হেলেনা আক্তার (৫০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) সন্ধা ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হেলেনা আক্তার পশ্চিম মাধবপুরের বাসিন্দা আজিজ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলেনা আক্তার অটোরিকশায় করে মাধবপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান তার অটোরিকশাটিকে পেছন দিকে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও হেলেনা আক্তার এবং অটোরিকশার চালক মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের নূর আলম সড়কে ছিটকে পড়ে আহত হন।

পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন। এছাড়া অটোরিকশার চালক নূর আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ভূইয়া বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও