নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

মার্চ ১৩ ২০২৩, ১০:১৯

অনলাইন ডেস্ক :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। রোববার দিবাগত রাত ২টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন ধরে যায়।

এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চারজন যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

নিহতদের মধ্যে দুজন হলেন- ধোবাউড়া উপজেলার দুলারেখা (৪২), ও রেজিয়া খাতুন (৪২)। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে। দগ্ধ ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে মরদেহগুলো শনাক্ত করে পরিবারদের খবর পাঠিয়েছে পুলিশ। আহত এক যাত্রী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সব যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তারা ধোবাউড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিক গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও