বরিশালে কাফনের কাপড় পরে, হুইল চেয়ারে সমাবেশস্থলে নেতা-কর্মীরা

নভেম্বর ০৫ ২০২২, ১৫:১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে বিএনপির গণসমাবেশে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মীরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে যোগদান করেছেন। ইতোমধ্যে গণসমাবেশে শুরু হয়ে গেছে।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়ন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে দাফনের কাপড় পরে মিছিলে যোগদান করেছেন নেতা-কর্মীরা। এছাড়াও হুইল চেয়ারে সমাবেশস্থলে যান সদর উপজেলার কয়েকজন প্রতিবন্ধীরা।

কাফনের কাপড় পরে আসা একটি মিছিলের নেতৃত্ব দেওয়া বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে এসেছে। সরকারের কোনো বাধাই কাজে আসেনি। নেতা-কর্মীরা গুম-খুনের প্রতিবাদে দাফনের কাপড় পরে এ সমাবেশে যুক্ত হয়েছেন।

এদিকে, বেলা যতই বাড়ছে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় ততই বাড়ছে। বঙ্গবন্ধু উদ্যানে স্থান না হওয়ায় মিছিল সহকারে নেতা-কর্মীদের পার্শবর্তী সড়কগুলোতে অবস্থান নিতে দেখা গেছে। এসব নেতা-কর্মীদের হাতে বিভিন্ন নেতাদের ছবি সংবলিত প্লাকার্ড লক্ষ্য করা গেছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও